শেরপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলা

Unknown
 এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: ‘সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন’-এ শ্লোগানে শেরপুরে চার দিনব্যাপী আয়কর মেলা ২ নভেম্বর বুধবার শহরের মাধবপুর আয়কর অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে। জাতয় রাজস্ব বোর্ড, ঢাকার উদ্যোগে ময়মনসিংহ কর অঞ্চলের ব্যবস্থাপনায় সকাল ১০টায় এ আয়কর মেলার উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হুইপ আতিউর রহমান আতিক এমপি। ময়মনসিংহ কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার শামীম বুলবুল-এর সভাপতি অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন শেরপুরের উপ-কর কমিশনার মো. মোখলেছুর রহমান, জেলা কর আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক সেরাজুল করীম পনির প্রমুখ। ময়মনসিংহ কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার শামীম বুলবুল জানান, ময়মনসিংহ কর অঞ্চলে চলতি অর্থবছরে ৩২৫ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আয়কর সম্পর্কে সাধারনের মাঝে সচেতনতা সৃষ্টি, নতুন করদাতা চিহ্নিতকরণ, কররদাতাদের মধ্যে আস্থা ও বিশ্বাস স্থাপন এবং হেল্প ডেস্ক-এর মাধ্যমে করদাতাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য এ ধরনের করমেলার আয়োজন। করমেলায় আগামী ৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনামুল্যে আয়কর রিটার্ণ ফরম. চালান ফরম, রিটার্ণ পূরনের নিয়মাবলী এবং সিটিজেন চার্টার সরবরাহ করা হবে। প্রয়োজনীয় তথ্য প্রদান সাপেক্ষে তাৎক্ষনিক ই-টিআইএন নিবন্ধন ও পুণ:নিবন্ধন, আয়কর রিটার্ণ জমা দেওয়ার ব্যবস্থা এবং তাৎক্ষনিক প্রাপ্তি স্বীকারপত্র প্রদান করা হচ্ছে। মেলা প্রাঙ্গণে সোনালী ব্যংকের অস্থায়ী বুথে আয়করের টাকা পরিশোধ এবং মহিলা, প্রতিবন্ধি ও প্রবীণ করদাতাদের জন্য পৃথক বুথের ব্যবস্থা করা হয়। বুধবার উদ্বোধনের পর বিকেল তিনটা পর্যন্ত প্রথমদিনে ৪০টি আয়কর রিটার্ন জমা পড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top