১৪৪ ধারা জারি ফুলবাড়ীয়ায়

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
 
সোমবার সকাল নয়টায় জোরবাড়ীয়া হতে ভালুকজান রাস্তা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এসব স্থানে যে কোন ধরনের সভা, সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।
 
ময়মনসিংহের ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ আন্দোলনের ৪৩তম দিনের বিক্ষোভ মিছিলে রবিবার আকস্মিকভাবে চড়াও হয় পুলিশ। তাদের লাঠিচার্জ ও রাবার বুলেটে কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং ছফর আলী (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের লাঠির আঘাতে এই দু’জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।এদিকে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৩০০/৪০০ জনকে আসামি করে মামলা করেছে।
 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লীরা তরফদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top