ভারতের কেরালায় গণধর্ষণের শিকার দলিত নারী

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ভারতের কেরালায় ২২ বছর বয়সী এক দলিত নারী এক পুলিশ কনস্টেবলের বাড়িতে গণধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, মেয়েটি আত্মহত্যা করার চেষ্টার পরে হাসপাতালে ভর্তি হওয়ার পরে তারা এই অভিযোগ পেয়েছেন।
 
পুলিশ ধর্ষণের দায়ে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির বন্ধু ও তার সহকর্মীরা মিলে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কনস্টেবল। ওই কনস্টেবল ধর্ষণের জন্য তার বাড়ি ব্যবহার করতে দেয়ার অভিযোগ রয়েছে। 
 
একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মেয়েটির বন্ধু ও সহকর্মীরা একটি গোপন জায়গার খোজ করছিল, তখন তারা ওই পুলিশ কনস্টেবলের সঙ্গে যোগাযোগ করে তার বাড়ি ব্যবহার করে। অভিযুক্তরা দাবি করছে ওই নারী তাদের কাছ থেকে টাকা হাতানোর চেষ্টা করছে। তদন্তকারী কর্মকর্তা বলেছেন, অভিযুক্তদের এখন প্রমাণ করতে হবে যে তারা নির্দোষ। আমরা নির্যাতিতার বক্তব্যের ভিত্তিতে মামলা নিয়েছি। এনডিটিভি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top