কারাগারে বন্দী বিএনপি নেতা গাউসুল আজম ডলার এর মৃত্যু

Unknown
সেবা ডেস্ক:  গাইবান্ধা জেলা কারাগারে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাউসুল আজম ডলার (৪৮) মারা গেছেন। হূদরোগে আক্রান্ত হয়ে শনিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কারা কর্তৃপক্ষ ও পুলিশ।
গাউসুল আজম ডলার গাইবান্ধা জেলা শহরের পশ্চিমপাড়ার মো. আফতাব খন্দকারের ছেলে।
গাইবান্ধা জেলা কারাগারের জেলার মো. মাসুদার রহমান জানান, শনিবার সকালে গাউসুল আজম ডলার হঠাত্ অসুস্থ হয়ে পড়েন। এরপর সকাল সাড়ে ছয়টায় তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৬ অক্টোবর থেকে তিনি জেলা কারাগারে ছিলেন।
তিনি আরো জানান, আইনি প্রক্রিয়ার পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এস আই এম শাহীন জানান, সকালে তাকে হাসপাতালে নিয়ে আসেন কারা কর্তৃপক্ষ। ভর্তি করার পর দায়িত্বরত চিকিত্সক প্রয়োজনীয় চিকিত্সা প্রদান করেন। কিন্তু হার্টের সমস্যা থাকায় চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ওসি মেহেদি হাসান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top