সেবা ডেস্ক: প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আনসার আল ইসলাম সংগঠনের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তা নাম খায়রুল ওরফে জামিল ওরফে রিফাত।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার সহকারী কমিশনার হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে খুন করা হয়। অন্যদিকে একই বছরের ৮ আগস্ট রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।