সেবা ডেস্ক: ডেসটিনি -২০০০ লিঃ এর অন্যতম প্রধান সহযোগী সংগঠন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন কুষ্টিয়া সদর থানার উদ্যোগে কুষ্টিয়া সদর থানা অফিসে ৪.১১.১৬ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর থানা আহ্বায়ক নাওশাদ আলির সভাপতিত্বে মূল আলোচনা উপস্থাপন করেন সংগঠনটির কুষ্টিয়া জেলা আহ্বায়ক পলাশ সেন ও সদস্য সচিব ইসমাইল হোসেন লিমন ।
অন্যান্যদের মধ্যে আরও আলোচনা রাখেন সদর থানা সদস্য সচিব শফিউল আলম সোহেল , সদস্য মায়া খাতুন , রিপন কুমার বিশ্বাস সহ অন্যরা ।
আলোচনা সভায় আগত সকলে বিনা বিচারে আটক ডেসটিনি -২০০০ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন এবং ব্যাবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের মুক্তির দাবি জানান ।
