ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: “আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
১ নভেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের অয়োজনে দিবসটি পালন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা সমবায় অফিসার আব্দুর রহিম, উপজেলা মহিলা আ’লীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস সরাফত আলী, সিএস তোফাজ্জল হোসেন, আব্দুর রউফসহ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সিবিও’র কর্মকর্তা ও যুব প্রশিক্ষনার্থীরা। সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ ও তিনটি সমিতিকে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস সৈয়দ খাইরুল ইসলাম।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top