শেরপুরে যুব দিবসে ৮০ প্রশিক্ষণার্থীকে দেওয়া হল সনদ

Unknown
সেবা ডেস্ক:  এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বুনিয়াদি প্রশিক্ষণ শেষে ৮০ জন বেকার যুব-যুবার হাতে তুলে দেওয়া হয়েছে সনদ।

১ নভেম্বর মঙ্গলবার দুপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ওই সনদ তুলে দেন সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি।

একই সময় আত্মকর্মসংসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫ জন করে ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব-যুবার হাতে ২০ হাজার টাকা করে অনুদানের এবং ৫০ হাজার টাকা করে ৫ জনকে ক্ষদ্র ঋণের চেক তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার ও শেরপুর পৌরসভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ। প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বীদের মধ্যে বক্তব্য রাখেন নুসরাত জাহান টুম্পা। এর আগে জেলা কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top