ফলাফল পাল্টে দেয়ার অভিযোগে কলাপাড়ায় নির্বাচন অফিস ঘেরাও

Unknown
SAMSUNG CAMERA PICTURES
কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদের নির্বাচনী ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ এনে মোসাম্মৎ তাছলিমা বেগমের সমর্থকরা মঙ্গলবার দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস ঘেরাও করে সেখানে কিছুক্ষন অবস্থান করে।

এসময় অফিসে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়ার চেষ্টা করা হয়। দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অবস্থানকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। তাছলিমা বেগমের সমর্থকরা ফলাফল কারচুপির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ঘটনার জন্য তাছলিমা বেগম ও তার সমর্থকরা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু বকর সিদ্দিককে অভিযুক্ত করেছেন। তাছলিমার দাবি তিনি তিনটি কেন্দ্রে মোট ১০৪৭ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্ধী শিল্পী বেগম পেয়েছেন ৮০৩ ভোট। এ সংক্রান্ত লিখিত ফলাফল সিটও তার কাছে রয়েছে। অথচ অফিসে বসে নির্বাচনী কর্মকর্তা শিল্পী বেগমের প্রাপ্ত ভোট তাকে দেখিয়ে পরাজিত করার পায়তারা চালাচ্ছেন।

লিখিত অভিযোগে তাছলিমা বেগম জানান, তিনি গত ২২ মার্চ অনুষ্ঠিত পূর্বচাকামইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৫৬ ভোট, বেতমোর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫২ ভোট এবং সোমবার ৩১ অক্টোবর অনুষ্ঠিত চুঙ্গাপাশা এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে ১৩৯ ভোট মোট ১০৪৭ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মোসাম্মৎ শিল্পী বেগম যথাক্রমে ৪১৪ ভোট, ১০০ ভোট এবং ৩১ অক্টোবর প্রাপ্ত ২৮৯ ভোট নিয়ে মোট ৮০৩ ভোট পেয়েছেন। এসংক্রান্ত প্রত্যেকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের লিখিত ফলাফল সিটও রয়েছে।

কিন্তু পরিকল্পিতভাবে তাছলিমার পূর্বচাকামইয়া কেন্দ্রের প্রাপ্ত ৬৫৬ ভোট শিল্পী বেগমকে এবং শিল্পীর প্রাপ্ত ৪১৪ ভোটকে তাছলিমার প্রাপ্ত ভোট দেখিয়ে ফলাফল পাল্টে দেয়া হয়েছে।
বর্তমানে এনিয়ে উত্তেজনা বিরাজ করছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, পূর্ব চাকামইয়া কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আশরাফ উদ্দিন তাকে যে ফলাফল সিট দিয়েছেন তা দেখেই ফলাফল নির্ধারন করেছেন।

তাছলিমা বেগম নির্বাচন কর্মকর্তা সিদ্দিকুর রহমানের সই-সিলসহ পুর্বচাকামইয়া কেন্দ্রের যে ফলাফল সিট দিয়েছেন তাতেও তিনি বিজয়ী হয়েছেন। তবে নির্বাচন কর্মকর্তা ওই সই-সিল তার নয় দাবি করেছেন। বর্তমানে এ বিষয়টি কলাপাড়ার সর্বত্র আলোচিত হচ্ছে।

উল্লেখ্য চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা কেন্দ্রে সন্ত্রাসী হামলার কারনে ভোট গ্রহন স্থগিত করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top