বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পবা উপজেলার ১ নম্বর দর্শনপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান পদে বাগমারায় ৯টি আওয়ামী লীগ, ৩টি বিএনপি, ১টি কমিউনিস্ট পার্টি ও ৩টি স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। সোমবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা আনুষ্ঠানিকভাবে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন। আর বাগমারায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে ১৭জন আহত হয়েছে। ঘটেছে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও।
ঘোষিত ফল অনুযায়ী নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছে- গোবিন্দপাড়া ইউনিয়নের বিজন কুমার সরকার (আনারস) ৪ হাজার ৪শ’ ৫৫ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান হাবিব (মটরসাইকেল) ৪ হাজার ১শ’ ৬৪ ভোট। দ্বীপপুরে আ’লীগের বিদ্রোহী মকলেছুর রহমান দুলাল (আনারস) প্রতিক নিয়ে ৩ হাজার ৫শ’ ৩০ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিকাশ চন্দ্র ভৌমিক (নৌকা) প্রতিক ৩ হাজার ৪০ ভোট। বাসুপাড়ায় আব্দুল জব্বার মণ্ডল (আনারস) ৭ হাজার ৫শ’ ৮৫ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের মাষ্টার লুৎফর রহমার (নৌকা) পেয়েছেন ৭ হাজার ১শ’ ৪১ ভোট। হামিরকুৎসায় আ’লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার আলী (আনারস) ৪ হাজার ৪শ’ ৮৭ পেয়ে নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বি শাফিনুর নাহার (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৯শ’ ৮৬ ভোট।
বিজয়ী আওয়ামী লীগ প্রার্থীরা (নৌকা) হচ্ছে- আউচপাড়ায় সরদার জান মোহাম্মদ ৭ হাজার ৬শ’ ৯১ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ডিএম সাথিকুল ইসলাম ৬ হাজার ১শ’ ৬২ ভোট। শ্রীপুরে মকবুল হোসেন মৃধা ৫,৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম আ’লীগের বিদ্রোহী হাবিবুর রহমান ঘোড়া প্রতিকে পেয়েছেন ৭২২ ভোট।
কাচারীকোয়ালীপাড়া আয়েন উদ্দিন ১ হাজার ৮০২ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম জাতীয় পার্টি মোজাম্মেল হক (লাঙ্গল) ১ হাজার ৬শ’ ৫১ ভোট। শুভডাঙ্গায় আব্দুল হাকিম ৯ হাজার ২ হাজার ৪৩ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র আব্দুল জলিল (ধানের শীষ) পেয়েছেন ৬ হাজার ৩৬ ভোট। মাড়িয়ায় আসলাম আলী আসকান ৫ হাজার ৪শ’ ৮৫ ভোট পেয়ে নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৭ ভোট। ঝিকড়ায় আবদুল হামিদ ফোজদার ৬ হাজার ৮শ’ ৭৬ ভোট পেয়ে নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইদুজ্জামান রতন (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৯শ’ ২৭ ভোট। গোয়ালকান্দিতে আলমগীর সরকার ৮ হাজার ৭শ’ ৫৯ ভোট পেয়ে নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের বিদ্রোহী (আনারস) প্রতিকে পেয়েছেন ৫ হাজার ৯শ’ ২৪ ভোট। যোগিপাড়ায় মোস্তফা কামাল ৫ হাজার ৫শ’ ১৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের বিদ্রোহী এম.এফ মাজেদুল হক (চশমা) পেয়েছেন ৪ হাজার ৪শ’ ৪৫ ভোট। সোনাডাঙ্গায় অধ্যক্ষ আজাহারুল হক ৩ হাজার ৩শ’ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোজাফফর হোসেন (ধানের শীষ) ১ হাজার ৯শ’ ৫৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত বিএনপি’র প্রার্থীরা (ধানের শীষ) হচ্ছে- নরদাশে মতিউর রহমান মতিন ৫ হাজার ২শ’ ৮৯ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের বিদ্রোহী আব্দুর রশীদ মাষ্টার পেয়েছেন ৪ হাজার ২শ’ ৫১ ভোট। গণিপুরে মনিরুজ্জামান রঞ্জু ১০ হাজার ২শ’ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আ’লীগের এসএম এনামুল হক (নৌকা) পেয়েছেন ৭ হাজার ৭শ’ ৭০ ভোট। বড়বিহানালীতে মাহমুদুর রহমান মিলন ৪ হাজার ১শ’ ২৫ ভোট পেয়ে নির্বাচিত ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রেজাউল করিম রেজা (নৌকা) ৩ হাজার ৯শ’ ১৯ ভোট।
এদিকে, রাজশাহীর পবা উপজেলার ১ নম্বর দর্শনপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে (৩১ অক্টোবর) পুন:ভোটগ্রহণ শেষে হাসান আলী (টিউবয়েল) ৪৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বি রেকবুুল আলী (ফুটবল) পেয়েছেন ৪৪৬ ভোট। এরআগে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ফের এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬টি ইউনিয়নের ১৪৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আশঙ্কা থাকলেও এই নির্বাচনে কোথাও উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে বাগমারায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে ১৭জন আহত হয়েছে। আহতদের স'ানীয় স্বাস'্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। এসব ঘটনায় পুলিশ একই পরিবারের ৬ জনকে আটক করেছে। এরা হচ্ছে- আনিছার রহমান (৪৫), বানিছার রহমান (৪০), মোনাহার আলী (১৬), মনির হোসেন (১৪), নজরুর ইসলাম (৩৫) ও সুজন মিঞা (২৮)।
উল্লেখ্য, এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে গত মে মাসে উপজেলার আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত এবং বিদ্রোহী প্রার্থী ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ৪জন নিহত হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রামের ১২শ’ ব্যক্তিকে অভিযুক্ত করে মামলা করে। পরে গত ৭ মে অনিবার্য কারন দেখিয়ে ভোট গ্রহণের মাত্র ২দিন আগে স'গিত করে নির্বাচন কমিশন। পরবর্তীতে গত ২৫ সেপ্টেম্বর ইসি নতুন করে তফসিল ঘোষণা করে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৫২৪জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৪৩১জন পুরুষ ও ১ লাখ ২২ হাজার ৯৩ জন নারী। চেয়ারম্যান পদে ৬৩জন, সাধারণ সদস্য পদে ৪৩৯জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।