ফেনীতে ১১ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

Unknown
সেবা ডেস্ক:  ফেনীতে গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের সব প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
 
এছাড়া কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত না থাকলেও একই ভাবে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সমর্থিত সাধারণ ওয়ার্ড সদস্য পদে (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য পদের সবাই নির্বাচিত হয়েছেন।
 
গত ৩১ অক্টোবর যাঁরা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে মোজাম্মেল হক বাহার, ধর্মপুর ইউনিয়নে শাখাওয়াত হোসেন শাকা, ফুলগাজী উপজেলার জি.এম.হাট ইউনিয়নে মোঃ মজিবুল হক, মুন্সিরহাট ইউনিয়নে মো. নুরুল আমিন, আমজাদহাট ইউনিয়নে মীর হোসেন মীরু ও ফুলগাজী সদর ইউনিয়নে মো. নুরুল ইসলাম। এ ছাড়া পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে মো. নুরুজ্জমান, চিথলিয়া ইউনিয়নে মো. জসিম উদ্দিন বুইজ্জা, বক্সমাহমুদ ইউনিয়নে মো. জাকির হোসেন চৌধুরী, ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নে নিজাম উদ্দিন মজুমদার ও আনন্দপুর ইউনিয়নে মো. হারুন আর রশিদ মজুমদারের কোন প্রতিদ্বন্ধি না থাকায় তাঁদেরকে আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।
 
অপরদিকে এ সকল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সবগুলি সাধারণ ওয়ার্ড সদস্য পদ (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিতরা সবাই আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।
 
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম জানান, ৩১ অক্টোবর অনুষ্ঠিত ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সবগুলিতে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য (মেম্বার) ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিতরা সবাই স্থানীয় বিভিন্ন পর্যায়ের আওয়ামী নেতাকর্মী। যেহেতু বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায়, সে কারণে এলাকার উন্নয়নের স্বার্থে স্থানীয় জনগণ তাদেরকে নির্বাচিত করেছেন।
 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top