বদির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার রায় বুধবার

Unknown
সেবা ডেস্ক:  অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে রায়ের জন্য আগামী ২ নভেম্বর ধার্য করেছে আদালত। ১৯ অক্টোবর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদার রায়ের জন্য এ দিন ধার্য করেন।
 
মামলার এজাহার থেকে জানা যায়, আব্দুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬ শত ৬৯ টাকা মূল্যের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন।
 
এছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি দায়ের করেন। 
২০১৫  সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top