বকশীগঞ্জে শান্তিপূর্ণ ও সুষ্ঠভাবে জেএসসি ও জেডিসির পরীক্ষা শুরু

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে জেএসসি ও জেডিসির পরীক্ষা মঙ্গলবার শুরু হয়েছে।

এবার জেএসসির দুটি মূল কেন্দ্রে ও দুটি ভেন্যু কেন্দ্রে পরীড়্গা অনুষ্ঠিত হয়।

কেন্দ্র দুটি হলো ঐতিহ্যবাহী স্বনামধন্য চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজ এবং বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।


ভেন্যু কেন্দ্র দুটি হলো এনএম উচ্চ বিদ্যালয় এবং চন্দ্রবাজ শেফালী মফিজ মহিলা মাদ্রাসা।

এছাড়াও বাট্টাজোড় বীরগাও কে.আর.আই ফাজিল মাদ্রায় জেডিসির পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার জেএসসি পরীক্ষায় মোট ২ হাজার ৩২৮ জন পরীড়্গার্থী অংশ নিচ্ছে। জেডিসিতে ৬৭৬ জন পরীক্ষার্খী অংশ নিচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজ কেন্দ্রতে শানিত্মপূর্ণ ও মনোরম ও নিরিবিলি পরিবেশে পরীড়্গা অনুষ্ঠিত হচ্ছে।

এই কেন্দ্রে জেএসসিতে ১ হাজার ১৩১ জন পরীড়্গার্থী অংশ নেন। প্রতিবারের মত এবারও অত্যন্ত সুষ্ঠুভাবে পরীড়্গা শুরম্ন হয়।

 অভিভাবক, শিড়্গার্থী ও এলাকার বিজ্ঞজনেরা এই প্রতিষ্ঠানের পরীড়্গার পরিবেশ দেখে সনেত্মাষ প্রকাশ করেছেন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক এই কেন্দ্রটি পরিদর্শন করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top