সেবা ডেস্ক: গতকাল সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবিদপুর স্কুল এন্ড কলেজের পুরুষ ভোট কেন্দ্রের ভোট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
নির্বাচন গ্রহণ উপলক্ষে ওই কেন্দ্রে উপজেলা প্রশাসনের ও নির্বাচন কর্মকর্তা পুলিশ আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থেকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করে।
ওই ভোট কেন্দ্রে মোট ৪ জন ইউপি ওয়ার্ড মেম্বার প্রার্থী। ৪ জন ওয়ার্ড মেম্বার প্রার্থী থেকে ২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে। তারা হলো কবির আহম্মদ (প্রতীক-মোরগ) ও সাইফুল ইসলাম (প্রতীক তালা)। এর মধ্যে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে মো. সামছুল হক (প্রতীক ফুটবল) ও অপর প্রার্থী নুরুল ইসলাম (প্রতীক টিউবওয়েল)।
এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৬ জন। এর মধ্যে ভোট কাষ্ঠ হয় ১ হাজার ১ শ ৬৫ ভোট এবং বাতিল হয় ১৫ ভোট। এর মধ্যে মো. শামসুল হক (ফুটবল-প্রতীক) ৬৭৪ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধি হলো নুরুল ইসলাম (প্রতীক-টিউবওয়েল) তিনি ভোট পান ৪৭৬ ভোট।