জয়র্ধন পাল, চট্রগ্রাম: ডেসটিনি ২০০০লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হোসাইন ও এমডি মোঃ রফিকুল আমিনের নিঃশর্ত মুক্তির দাবিতে অদ্য ০৮-১১-২০১৬ইং রোজ: মঙ্গলবার রাত: ৮.০০ ঘটিকার সময়, চট্টগ্রাম ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন উদ্যোগে পাহাড়তলী থানার আয়োজনে ০৯নং ওয়ার্ড এ আজম নগর এলাকায় স্বাপ্তাহিক আলোচনা সভা অনুষ্টিত হয়। জাহাঙ্সগীর আলম এর সঞ্চালনায় ও চট্টগ্রাম বিভাগীয় সদস্য মো: সেলিম এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।সভায় অতিথি হিসেবে ছিলেন ডিএসএমএফ গ্রীন পাহাড়তলী থানার দ্বায়েত্বপাপ্ত লিডার সিদিক আহমেদ, জয়র্ধন পাল ও মানচুর আহমেদ। অতিথিদের বক্তব্যে বলেন ডেসটিনি ২০০০ লিঃ এর এমডি ড.মো. রফিকুল আমিন এবং চেয়ারম্যান আলহাজ্ব মো.হোসাইনের মুক্তি ও জামিন বহাল রাখার দাবিতে ৪৫ লাখ পরিবার ৩ কোটি মানুষ মহামান্য আদালতের জরুরি হস্তক্ষেপ চাই। ডেসটিনির শীর্য পরিচালকদের গত ৪.৫ বছর কারাগারে বিনা বিচারে বন্ধি থাকায় তাদের কর্মপথ বন্ধ হয়ে পরিবার নিয়ে কষ্টে দিন পার করছে। ডেসটিনি সকল কার্যক্ষম বন্ধ হওয়ার কারনে লাখ লাখ মানুষ আজ বেকার হয়ে পড়েছে। তাই বাংলাদেশের জননেত্রী, উন্নয়নের মডেল, ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়ার নেত্রী জাতির কন্যা দেশের মাতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে আকুল আবেদন ডেসটিনি এমডি ও চেয়ারম্যান নির্শত মুক্তি দিয়ে ডেসটিনি কার্যক্ষম চালু করে ডেসটিনি লাখ লাখ পরিবারকে বাচান, আমরা ডেসটিনির মুক্তি চাই।