"বাঁশখালীতে বিয়ের খাবার খেয়ে বর সহ অসুস্থ অর্ধশত"

Unknown

শিব্বির আহমদ রানা, বাঁশখালী, প্রতিনিধি,চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে ৫০ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পারভেজ (২৬) নামের একজন বাঁশখালী আধুনিক হাসপাতালে চিকিৎসারত। বাকী অন্যন্যদের বাড়ীতেই চিকিৎসা চলছে।
বাড়ীতে রেখে যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে তাদের মধ্যে- আবছার (১৮), আব্দুল মান্নান (৪০), মজিবুল হক (৩৬), হোসাইন (১৬), আচ্ছা মিয়া সিকদার (৭০), আব্দুল খালেক (২৫), ইয়াসিন (২৪), আবুল কাশেম (২২), আজগর হোসাইন (২৩), পেছু সিকদার (৭০), দেলোয়ার হোসাইন (২৫), বদিউল আলম (৭৫), মোঃ বাবুল (৩৫), মোঃ তারেক (১৭), সাহাদাত কবির (১৯), শাহা আলম (৬৫), আতিকুর রহমান (১৫), এনামুল হক (২৫), ফয়েজুল্লাহ (২২), উসমান (২৬), নুরুল হক (৩৮), জয়নাব (১২), মকছুদুর রহমান (১৪), তৌহিদুল ইসলাম (১২), ফজল কাদের (৩২), আহমদ মিয়া (৩৫) সহ বয়োবৃদ্ধা পুরুষ মহিলা অনেকে।
হাসপাতাল সূত্র ও এলাকাবাসী জানান, গত ৭ই নভেম্বর ২০১৬ ইংরেজি বাঁশখালীর পূর্ব সরল এলাকার জনৈক আবুল কাসেম তালুকদারের মেয়ের বিয়ে ছিল। এ উপলক্ষে পাঁচ শতাধিক লোকের খাওয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে খাওয়ার পর অতিথিদের কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। রাতের দিকে কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, মঙ্গল বার সকাল অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকে। কয়েকবার অতিরিক্ত বমি ও পাতলা পায়খানা করার পর অনেকে সংজ্ঞাহীন হয়ে পড়ে।
বাঁশখালী আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন পারভেজ (২৬) জানান, বেলা তিনটার দিকে ওই অনুষ্ঠানে খাওয়া-দাওয়া শেষে বাড়িতে যান। প্রথমে তাঁদের পেট ব্যথা ও বমির ভাব হয়। পরে রাতের দিকে একাধিকবার পাতলা পায়খানা এবং বমি হলে রাত ৩ ঘটিকার সময় হাসপাতালে ভর্তি করা হয়।
অনুষ্ঠানের আয়োজক আবুল কাশেম তালুকদারের  সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে জানায় আমার সরল এলাকার কারোও অসুস্হ হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে বর সহ মনকিচর শীলকুপ এলাকার অনেকে বিয়ের খাবার খেয়ে অসুস্থ রোগীর সংখ্যা অর্ধশতক ছাড়িয়ে গেছে। এ দিকে অসুস্হ অনেকের জিজ্ঞাসাবাদে তারা বলে আমরা দুলার ব্যাচে যারা বসেছি তাদের অনেকে অসুস্থ। অনেকে বলে চিংড়ি মাছ অাধা সিদ্ধ, অনেকে বলে খাবারে গরুর মাংসে অতিরিক্ত মসলা এবং টেস্টি সল্টের ব্যবহারে খাবার হজম ক্রিয়ার বাইরে চলে যায়। আব্দু রহমান বাবুর্চির সাথে চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top