এফবিআইয়ের মুখোমুখি অস্কার বিজয়ী পিট

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  সম্প্রতি অস্কার বিজয়ী ব্রাড পিটের বিরুদ্ধে ফ্রান্স থেকে লস অ্যাঞ্জেলস আসার পথে বিমানে পুত্র ম্যাডক্স (১৫) এর সাথে খারাপ ব্যাবহারের অভিযোগ আনা হয়েছে।
 
এ বিষয়ে  বিশেষ তদন্তের করে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, পিটের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সত্য নয়।
 
এর পর পরই অ্যাঞ্জেলিনা জোলি তাদের বিবাহ বিচ্ছেদ এবং তাদের সন্তানদের একমাত্র অভিভাবক হওয়ার জন্য কোর্ট এ মামলা করেন। দুই সপ্তাহ আগে সমাজকর্মীরা পিটের বিরুদ্ধে একই অভিযোগ আনে। এফবিআই আরও বলে, 'উক্ত ফ্লাইটে আনা অভিযোগ তদন্ত করে আমরা একাধিকবার পর্যালোচনা করেছি, এবং অধিকতর তদন্তের প্রজন আছে বলে আমরা মনে করিনা। এ ব্যাপারে কোন মামলা দায়ের করা হচ্ছেনা।'
 
এদিকে পিট(৫৫) যৌথ আইনি প্রচেষ্টা চালাচ্ছেন তাদের ছয় সন্তানের অভিভাবকত্ত পাওয়ার জন্য, যাদের তিনজন ব্রাঞ্জেলিনা দম্পতির সম্পর্কের(২০০৪) আগেই জোলির দ্বারা পালিত হয়ে আসছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top