দ. কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে ভায়াগ্রা উদ্ধার

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন হাইকে ঘিরে কেলেঙ্কারির ঘটনা নতুন মোড় নিয়েছে তার কার্যালয় থেকে ভায়াগ্রা আবিষ্কারের ঘটনায়। পার্কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের সময় তার কার্যালয় থেকে এই ঔষধ উদ্ধার করা হয় যেটি সাধারণত পুরুষদের যৌন উত্তেজনা বাড়াতে ব্যবহৃত হয়।
 
দক্ষিণ কোরিয়া সরকার দাবি করছে, প্রেসিডেন্টের উচ্চতাজনিত ভীতি মোকাবেলায় এই ঔষধ ব্যবহার করা হচ্ছিল। প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, পূ্র্ব আফ্রিকা সফরে দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্টের উচ্চতা সংক্রান্ত অসুস্থতা মোকাবেলায় ৩৬৪টি ভায়াগ্রা কেনা হয়েছিল, তবে সেটি কখনো ব্যবহার করা হয়নি।
 
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ তিনি তার বন্ধু চোই সুন সিলের প্রভাবে রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই জন্য তার পদত্যাগের দাবিতে রাজধানী সিউলে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের দাবি পার্ক একটি ‘ভিন্ন পৃথিবীতে’ বসবাস করেন। গুজব রয়েছে, চোইয়ের সঙ্গে পার্ক কোনো ধরণের প্রাচীন ধর্মানুষ্ঠান সংক্রান্ত আচার পালন করে থাকেন। 
চোইয়ের বাবা চোই তাই মিন একটি আধা ধর্মীয় প্রতিষ্ঠানের আধ্যাত্মিক নেতা ছিলেন। তিনি পার্কের বাবা ও দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক চুং হি’রও ঘনিষ্ঠ ছিলেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে ভায়াগ্রা আবিষ্কার এই গুজবে নতুন করে হাওয়া দিবে বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। বিবিসি।
 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top