আজ থেকে জেএসসি পরীক্ষা শুরু :কুমিল্লা বোর্ডে ২ লাখ ৬৩ হাজার পরীক্ষার্থী

Unknown
কাজী খোরশেদ আলম,কুমিল্লা : আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ২ লাখ ৬৩ হাজার ১৫০ জন পরীক্ষার্থী  অংশগ্রহণ করছে। বোডের্র অধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলার ২৯৪টি কেন্দ্রে এ পরীক্ষা  হচ্ছে।

কুমিল্লা শিক্ষাবোডের্র পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে পরীক্ষার্থী ১ লাখ ১০ হাজার ৬৮৬ জন ও মেয়ে পরীক্ষার্থী ১লাখ ৫২ হাজার ৪৬৪ জন।
তিনি আরও জানান, এ বছর রাজনৈতিক কর্মসূচিসহ অন্য কোনো সমস্যা না থাকায় পরীক্ষার্থীরা ভালোভাবে প্রস'তি নিতে পেরেছে। শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে বোর্ড কর্তৃপক্ষ এরই মধ্যে সকল প্রস'তি সম্পন্ন করেছে।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, কুমিল্লা ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোখসানা ফেরদৌস মজুমদার এবং পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তফাজ্জল হোসেন জানান, জেএসসি পরীক্ষার জন্য স্পেশাল ক্লাস ও পরীক্ষা নেয়া হয়েছে। এ বছর হরতাল অবরোধ না থাকায় শিক্ষার্থীদের ক্লাস ও লেখাপড়ায় কোনো বিঘ্‌ন ঘটেনি। তাই আশা করি এ বছর তাদের ফলাফলও ভাল হবে।




#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top