ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের নিঃর্শত মুক্তি চাই : ডিএসএমএফ গ্রীন চট্টগ্রাম পাহাড়তলী ১২নং ওয়ার্ড

Unknown
সেবা ডেস্ক:  চট্টগ্রাম ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম (গ্রীন) উদ্যোগে  ৩১/১০/২০১৬ ইং সোমবার রাত ০৯:০০ ঘটিকার সময় পাহাড়তলী থানার আয়োজনে ১২নং ওয়ার্ড হাজী ক্যাপ এলাকায় ডেসটিনি এমডি ড.মো: রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন স্যার এর নি:শর্ত মুক্তির দাবিতে আলোচনা সভা অনুষ্টিত হয়।

কবির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে ছিলেন ডিএসএমএফ (গ্রীন) পাহাড়তলী থানার দায়িত্ব প্রাপ্ত লিডার মো: সেলিম, সিদ্দিক আহমেদ, জয়র্ধন পাল ও সদস্যবৃন্দ সোহেল আহমেদ, আহাদ সেলিম ও জাহাঙ্গীর আলম।

উপস্থিত অতিথি ও সদস্যগণ বক্তব্যে বলেন, গত সাড়ে ৪ বছর ধরে বলে আসছি আমরা ডেসটিনিতে ভাল ছিলাম, ডেসটিনি প্রতি আমাদের কোন অভিযোগ নাই, ডেসটিনি এমডি ও চেয়ারম্যান কাছে আমাদের বিনিয়োগ নিরাপদ, আমরা ডেসটিনির মুক্তি চাই, কিন্তু আমাদের কথা কেউ শুনছে না। ডেসটিনি ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারীদের দাবি গুলো সাড়ে ৪ বছর ধরে সোস্যাল মিডিয়া ফোরামের মাধ্যমে অনলাইনে তুলে ধরে জানিয়ে দিয়েছি সারা বিশ্বকে।

ডেসটিনি পরিবারের বিশ্বাস আমাদের দাবি গুলো সরকার ও প্রশাসনের নজরে পড়বে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top