প্রভাবশালী নারীর তালিকায় সানি লিওন

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  চলতি বছর বিবিসি চতুর্থবারের মতো ১০০ প্রভাবশালী নারীর তালিকা তৈরি করেছে। এবার এতে জায়গা করে নিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন।
 
সানি ছাড়াও তালিকায় আরও চার ভারতীয় নারী স্থান পেয়েছেন। বাকি চারজনের মধ্যে কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী, কেউ ট্র্যাক্টর কোম্পানির মালিক, কেউ পরিবেশবিদ কেউ বা আবার সমাজকর্মীও। গত বছর সালমান খান-শাহরুখ খানদের  পেছনে পাঠিয়ে ইন্টারনেটে ভারতে সবচেয়ে বেশি খোজা হয় এমন তারকাদের তালিকায় শীর্ষস্থান দখল করেন সানি লিওন। চলতি বছরও এ অবস্থান ধরে রেখেছেন তিনি।
 
উল্লেখ্য, ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস-৭ সিজনের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন সানি লিওন। ২০১২ সালে 'জিসম-টু' সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় শুরু করেন। বলিউডে আসার আগে তিনি পর্নো ছবিতে অভিনয় করতেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top