এস. এইচ. এম তরিকুল ইসলা, রাজশাহী: রাজশাহী মহানগরীর জামালপুর তাঁতপাড়া এলাকায় বন্ধুদের ছুরিকাঘাতে লালা মিয়া (১৭) নামে এক কিশোর খুন হয়েছেন। নিহত কিশোর মহানগরীর মেহেরচণ্ডী চকপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় নিহতের তিন বন্ধু একই এলাকার রিয়াজুল ইসলাম ওরফে সিয়াম (১৬), রাব্বি আহমেদ ওরফে সিহাব (১৭) ও মোহাম্মদ শাহীনকে (২০) আটক করেছে পুলিশ। আর ঘটনাস'ল থেকে হত্যায় ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন জানান, রোববার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে জামালপুর তাঁতপাড়া এলাকায় তারা সবাই একসঙ্গে মদপান করে পূর্ব-পরিকল্পিতভাবে লালা মিয়ার পিঠে ছুরিকাঘাত আঘাত করে। তখন লালার চিৎকারে স'ানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। তখন লালাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পরে খবর পেয়ে রাতেই অভিযুক্ত তিন বন্ধুকে আটক করা হয়। ওসি বলেন, সোমবার সকালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। #