হাত কাঁপলেই পারকিনসন্স নয়

Unknown
সেবা ডেস্ক:  নারীটির বয়স ৫২ বছর। তার সমস্যা চা-কফি খেতে গেলে হাত কাঁপে। সিগনেচার করার সময়ও হাত কাঁপে। এমনকি কোনো লেজার পয়েন্ট প্রেজেন্টেশনের সময়ও হাত কাঁপে। চিকিত্সা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয়, ‘হ্যান্ড ট্রেমর’। 
 
বিশেষজ্ঞগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন, কোনো ধরনের নিউরোলজিক্যাল সমস্যা পাওয়া যায়নি। চিকিত্সক অন্যান্য কারণ খোঁজার চেষ্টা করলেন। পারকিনসন্স ডিজিজ ও মাল্টিপল স্কোলেরোসিস হলেও এ ধরনের সমস্যা হতে পারে। অতিরিক্ত কফি অথবা অ্যালকোহল পান করলেও হ্যান্ড ট্রেমর হতে পারে। এ ধরনের সমস্যা স্ট্রেস, অবসাদ, ক্যাফেইন সমৃদ্ধ খাবার ও হাই টেম্পাচারে বাড়ে। তবে এ ধরনের হ্যান্ড ট্রেমর হলেই যে পারকিনসন্স ডিজিজ হবে তা নয়।
 
সিঙ্গাপুরের ওয়াই এস হেলথ কেয়ার টিসিএম ক্লিনিকের হারবাল মেডিসিন বিশেষজ্ঞ ড. লিম লে বেঙ্গ-এর মতে, লাইফস্টাইল চেঞ্জ ও কিছু নিয়ম নীতি মেনে চললেই হ্যান্ড ট্রেমর থেকে অনেকাংশে রেহাই পাওয়া যায়। এই বিশেষজ্ঞের মতে চাইনিজ হারবাল মেডিসিন সেবন, আকুপ্রেশার অথবা ম্যাসাজ উপকারে আসতে পারে। পাশাপাশি কফিপান, ধূমপান একেবারে বন্ধ করা, স্ট্রেস কমিয়ে রাখা, স্পাইসি ও অয়েলি ফুড কম আহার, অতিরিক্ত ঠাণ্ডা অথবা গরম তাপের মধ্যে না থাকা ভালো। 
 
এ ব্যাপারে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নভেনা হসপিটালের নিউরোলজিস্ট ড. চালর্স সিও-এর মতে কিছু কিছু ওরাল মেডিসিন ট্রেমর চিকিত্সায় সহায়ক হতে পারে। তবে এই বিশেষজ্ঞের মতে ট্রিটমেন্টের পূর্বে অবশ্যই জানা দরকার কি কারণে হ্যান্ড ট্রেমর বা হাত কাঁপা সমস্যা হচ্ছে।
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top