সেবা ডেস্ক: খুলনায় কানিজ ফাতেমা আশা (২৬) নামে এক গৃহবধূকে মুখে টেপ এটে ও দুই হাতের রগ কেটে হত্যা করা হয়েছে।
শুক্রবার নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া দ্বিতীয় গলির ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া দ্বিতীয় গলির মুনসুর আলির ভাড়াটিয়া বাড়ি থেকে মুখে টেপ ও দুই হাতের রগ কাটা এবং ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কানিজ ফাতেমা আশার লাশ উদ্ধার করা হয়। আশা নগরীর বসুন্ধরা নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতো। স্বামীর সঙ্গে বনাবনি না হওয়ায় তিনি গত কয়েক মাস ধরে ওই বাড়িতে ভাড়া ছিলেন। গত বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার গ্রামের বাড়ি রূপসা উপজেলা সদর কাজদিয়া গ্রামে।