শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে উবায়দুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ৩১ অক্টোবর সোমবার বিকেলে ভায়াডাঙ্গা দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উবায়দুল ইসলাম মৃত- শাহা আলীর ছেলে। সে ভায়াডাঙ্গা বাজারের মেশিনারীজ দোকানের মালিক ও ব্যবসায়ী।

পারিবারিক সুত্রে জানা যায়, উবায়দুল নিজ বাড়ির নির্মাণাধীন বিল্ডিংয়ে পানি দেয়ার সময় মর্টারের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালে স'ানান্তর করেন। জেলা সদর হাসপাতালে নেয়ার পথে উবায়দুল মারা যায়। উবায়দুল ইসলামের ছোট ভাই আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top