সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনে নতুন কমিশন গঠন সরকারের জন্য চ্যালেঞ্জের : বার্নিকাট

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নতুন নির্বাচন কমিশন গঠন সরকারের জন্য চ্যালেঞ্জের হবে। রাজধানীতে সোমবার বিকালে কূটনীতিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
মার্কিন রাষ্ট্রদূত বলেন, এবার বাংলাদেশে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে আমরা চাই অবাধ, সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত একটি নির্বাচন।
 
অন্যদিকে মিয়ানমারে রাখাইন রাজ্যে নির্যাতন ও সহিংসতার প্রতিটি ঘটনার সুষ্ঠু, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের কথা উল্লেখ করেন বার্নিকাট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এটা চায়। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার খুব সতর্কতা ও দক্ষতার সঙ্গে এসব বিষয়ে হস্তক্ষেপ করছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top