বকশীগঞ্জে ইউনিক-২ প্রকল্পের এনএফপিই টিউটরদের ২ দিন ব্যাপী রিফ্রেশার্স কোর্স শুরু

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: বকশীগঞ্জে ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক বাসত্মবায়িত ইউনিক-২ প্রকল্পের এনএফপিই টিউটরদের ২ দিন ব্যাপী রিফ্রেশার্স কোর্স অদ্য গতকাল বুধবার সংস্থার বকশীগঞ্জ কার্যালয়ে শুরু হয়েছে ।

আজ বৃহস্পতিবার বিকালে কোর্সের সমাপনি হবে ।

২ দিন ব্যাপী রিফ্রেশার্স কোর্সে ২১ জন টিউটর ও ২ জন ইউনিয়ন সুপারভাইজার অংশগ্রহন করেছেন

ঢাকা আহছানিয়া মিশনের বকশীগঞ্জ এরিয়া অফিসের ব্যবস্থাপক আবদুল হালিমের নেতৃত্বে রিফ্রেশার্স কোর্স পরিচালনা করছেন সংস্থার টেকনিক্যাল অফিসার বিশ্বনাথ ঘোষ,

কো ফেসিলিটেটর হিসাবে  তাকে সহযোগিতা করছেন  ইউনিয়ন সুপাভাইজার কাকলী বেগম ও হাসনারা খাতুন ।

উলেস্নখ্য ঢাকা আহছানিয়া মিশনের ইউনিক-২ প্রকল্পের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিড়্গা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সংস্থাটি  ঝড়ে পড়া রোধ, শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।

 এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতেও কাজ করছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top