চাঁপাইনবাবগঞ্জের এসপিকে হাইকোর্টে তলব

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  ‘ডাকাত হাতে-নাতে পেলে পিষে মেরে ফেলুন’ -জনসমাবেশে এ ধরনের বক্তব্য দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের এসপি কে এম মোজাহেদুল ইসলামকে তলব করেছে হাইকোর্ট । আগামী ৪ ডিসেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হয়ে তার বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 
 
রবিবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
 
আদালত বলে, দেশটা কি মগের মুল্লুক? একজন সরকারি কর্মকর্তা কিভাবে আইন বহির্ভূতভাবে এ ধরনের বক্তব্য দেন? এটা মেনে নেয়া যায় না। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে আমলে নিয়ে আজ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়।
 
আদেশে, সংবিধানবহির্ভূতভাবে নিজের হাতে আইন তুলে নেয়াসহ কোনো অপরাধীকে মৃত্যু প্রদানের জন্য উস্কানি দেয়ায় কেন এসপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী সাতদিনের মধ্যে মন্ত্রপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের আইজি, রাজশাহী রেঞ্জের ডিআইজি, চাঁপাইনবাবগঞ্জের ডিসি ও এসপিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
একই সঙ্গে এই বক্তব্য দেয়ার বিষয়ে আইজিপি ও এসপিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top