
বুধবার কাস্টমাস হাউজের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) এইচ এন আহসানুল কবির জানান, বিদেশ থেকে আসা চারটি কার্টনের ওপর সন্দেহ হলে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কার্গোর ক্যানোপি শাখায় তল্লাশি করা হয়। দুইটি কার্টন থেকে এক কেজি করে ১৩ টি স্বর্ণের বার, ১০০ গ্রাম করে পাঁচটি স্বর্ণের বার ও ৬০০ গ্রামের ওজনের চেইন উদ্ধার করা হয়। বাকি দুইটি কার্টনে ডিটারজেন্ট পাউডার ছিল।
তিনি আরো জানান, কারা এই কার্টনগুলোর আড়ালে স্বর্ণ পাচার করছে তা তদন্ত করা হচ্ছে।