গাজীপুরে পাঁচ জঙ্গি গ্রেফতার

Unknown
সেবা ডেস্ক:  গাজীপুরে জেলা পুলিশের স্পেশাল টাস্ক গ্রুপ (এফপিজি) পাঁচ জঙ্গিকে গ্রেফতার করেছে। এরা হলেন, তানভিরুল হক সজল (২৩), হারুন মিয়া (৩৭), মো. হোসেন (২৯), দ্বীন ইসলাম (৩৫) ও আবদুল হান্নান (৩৫)।
 
বুধবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর থানার বনগ্রাম কুজপাড়া জঙ্গলের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল, পাঁচটি পেট্টোল বোমা, একটি চাপাতি, দুইটি ছোরা ও কিছু জিহাদি বই জব্দ করা হয়।
 
জেলার পুলিশ সুপার হারুনুর রশিদ ১১টায় তার কার্যালয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নাশকতার পরিকল্পনার গোপন বৈঠককালে তাদের গ্রেফতার করা হয়।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top