শেরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং

Unknown
এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: ‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১২-১৭ নভেম্বর অনুষ্ঠেয় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে শেরপুরে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর বৃহস্পতিবার সকালে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আয়োজিত অ্যাডভোকেসি সভায় জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযূষ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবীর তালুকদার, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের তত্বাবধায়ক ডাঃ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।

অ্যাডভোকেসি সভায় পরিবার পরিকল্পনা বিভাগের সুপারভাইজার ও মাঠ কর্মীগণসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরে এ প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সারাদেশের ন্যায় শেরপুরে আগামী ১২-১৭ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উঠান বৈঠক ছাড়াও মোট ৪৩ টি সরকারি সেবা কেন্দ্র এবং ৪টি এনজিও ও প্রাইভেট সেক্টরের সেবা কেন্দ্রে পরিবার পরিকল্পনা সেবার আওতায় স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি, মা ও শিশু স্বাস্থ্য বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব ও জেন্ডার বিষয়ক কার্যক্রমের সেবা দেওয়া হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top