হাসান মেমোরিয়াল প্রথম বিভাগ দাবায় শীর্ষে

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  মার্সেল প্রথম বিভাগ দাবা লিগে পাঁচ রাউন্ড শেষে হাসান মেমোরিয়াল চেস ক্লাব পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। একসেস চেস ক্লাব ও শেখ রাসেল চেস ক্লাব ৪ খেলায় পূর্ণ ৮ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে।
রবিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় হাসান মেমোরিয়াল চেস ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে অগ্রণী ব্যাংক দাবা দলকে, শেখ রাসেল চেস ক্লাব ৪-০০ পয়েন্টে মীর চেস ক্লাবকে এবং বসির মেমোরিয়াল চেস ক্লাব ৪-০ পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে পরাজিত করে।
মহাখালী প্রদীপ সংঘ দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ। এ রাউন্ডে একসেস চেস ক্লাবের বিরতি ছিল। হাসান মেমোরিয়াল চেসের আফজাল হোসেন সাচ্চু, মো. শওকত বিন ওসমান শাওন ও মো. শরীয়তউল্লাহ যথাক্রমে অগ্রণী ব্যাংকের মো. মনির হোসেন খান, মোহাম্মদ সিরাজুল কবীর ও মো. মুজিবুর রহমানকে পরাজিত করেন। হাসান মেমোরিয়ালের আনিচুজ্জামান জুয়েল অগ্রণী ব্যাংকের মো. আলমগীর হোসেনের সাথে ড্র করেন। শেখ রাসেল চেসের মো. আবজিদ রহমান, মো. মাসুম হোসেন ও শওকত হোসেন পল্লব যথাক্রমে মীর চেসের করীম এম, শাহিন, রেজাউল ইসলাম বাবু ও বাদল হালদারকে পরাজিত করেন।
শেখ রাসেলের মো. জামাল উদ্দিন মীর চেসের আমির হোসেনের বিরুদ্ধে ওয়াকওভার পান। বসির মেমোরিয়ালের আমদাদুল কবীর চৌধুরী, মো. সেলিম, মোহাম্মদ আলমীর-২ ও সোহম দে যথাক্রমে ক্যাসপারভের মোহাম্মদ হাসান, আব্দুল্লাহ আল রাইসন, আয়ুস ভট্টাচার্য ও দিল মোহাম্মদকে পরাজিত করেন। দেবদাস বিশ^াস স্মৃতি সংসদ ২-২ পয়েন্টে মহাখালী প্রদীপ সংঘের সাথে ড্র করে।
সোমবার বেলা ২টা হতে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top