
এর আগে আমেরিকার নিউইয়র্কের রাজধানী আলবেনিতে ক্যাপিটাল সিনেমা ফিল্ম ল্যব ফাইনালিষ্ট হয়ে উৎসবে প্রদর্শিত হয় ঝলমলিয়া- The Sacred Water। ইউরোপের সবচেয়ে পুরোনো পরিবেশ বিষয়ক ৪২তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইকোফিল্ম ২০১৬’ প্রতিযোগীতা বিভাগেও প্রদর্শিত হয়েছে সিনেমাটি।
এছাড়া সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবে ঝলমলিয়া বাংলাদেশের একমাত্র প্রামাণ্যচলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়ে প্রদর্শিত ও প্রশংসিত হয়। ৪ ডিসেম্বর ঢাকায় প্রিমিয়ার শো এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মত প্রদর্শিত হবে।
এরপর আগামী ৮ ডিসেম্বর ঝলমলিয়া দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এক্রস দ্যা বর্ডার’ বিভাগে প্রদর্শিত হবে।
উল্লেখ্য, বাংলাদেশের জল, কাদা, জীবনের একটি ঘনিষ্ঠ পর্যবেক্ষণের চলচ্চিত্র, ‘ঝলমলিয়া - The Sacred Water’। মংলা বন্দরের অনতি দূরে দক্ষিনাঞ্চলের একটি গ্রামে ঘূর্ণিঝড় আইলা পরবর্তী ছয় বছর ধরে এই চলচ্চিত্রের চিত্রগ্রহন করা হয়েছে।
মীরা মিডিয়ার ব্যানারে ‘ঝলমলিয়া- The Sacred Water’ প্রযোজনা করেছেন আমিনুর রহমান, মুনীর হোসেন, কাজী মীরা ও শফিউল ওয়াদুদ। চিত্রগ্রহনে ফাহমিদা সুমী ও সাইফুল ওয়াদুদ হেলাল। গবেষণা, সম্পাদনা ও নির্মাণ করেছেন সাইফুল ওয়াদুদ হেলাল।