এবার ফেসবুকে লাইভ ৩৬০ ডিগ্রি ভিডিও সেবা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ব্যবহারকারীদের কোনোভাবেই একঘেয়ে হতে দেবে না ফেসবুক। আর তাই ইউটিউবের পথ অনুসরণ করে এবার নিউজ ফিডে লাইভ ৩৬০ ডিগ্রি ভিডিও শুট করার সেবা আনছে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।
 
মঙ্গলবার দুপুর ১২টায় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের পক্ষ থেকে প্রথম ফেসবুকে ৩৬০ ডিগ্রি ভিডিও লাইভ দেখানো হয়। ৭ বিজ্ঞানী ৮০ দিন উটার মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে থাকার পর এই লাইভটি করলেন। ন্যাশনাল জিওগ্রাফিকের ফেসবুক পেজের সেই ভিডিওটি তখনই ভাইরাল হয়ে যায়। সেই চ্যানেলের সঙ্গে গাঁটছড়া বেঁধেই নতুন সেবা আনতে উদ্যোগী হয়েছে ফেসবুক।
 
আগামী বছর থেকে ফেসবুকের সমস্ত পেজ এবং অ্যাকাউন্ট থেকে লাইভ ৩৬০ ডিগ্রি ভিডিও করা যাবে।
 
এর আগে চলতি বছরই ৩৬০ ডিগ্রি ভিডিও পোস্ট করার সুযোগ করে দিয়েছিল ফেসবুক। আর এবার লাইভ অপশনটি এনে ব্যবহারকারীদের ভিন্নতর অভিজ্ঞতা দিতে চলেছে সামাজিক যোগাযোগ জায়ান্ট।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top