সেবা ডেস্ক: পাপুয়া নিউগিনিতে ৭.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থলের আশে পাশে সুনামি আঘাত হানতে পারে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, শনিবার রিখটার স্কেলে ৭.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল পাপুয়া নিউগিনির তারোনের ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটি বেশ গভীরে হয়েছে, ভূ অভ্যন্তরের ১০৩ কিলোমিটারে ছিল এর উৎপত্তিস্থল। ভূ অভ্যন্তরের গভীরে সৃষ্ট ভূকম্পনে অগভীর সৃষ্ট ভূকম্পনের চেয়ে ক্ষয়ক্ষতি কম হয়।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, পাপুয়া নিউগিনি ও পার্শ্ববর্তী এলাকায় সুনামি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাপুয়া নিউগিনি আগ্নেয় মেখলায় অবস্থিত। প্রশান্ত মহাসাগরের ভূকম্পন সংক্রান্ত ফাঁটলের অর্ধবৃত্তাকার অংশে অবস্থিত এই এলাকায় বড় বড় ভূমিকম্প নিয়মিত ঘটনা।
