রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সংঘর্ষে ১০ আহত

Unknown
সেবা ডেস্ক:  ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির দ্বিতীয় দিন বুধবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ণ চিকিৎসকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছে। এ সময় দুইটি ছাত্রাবাসের ২০টি কক্ষ ভাঙচুর করা হয়।
 
বুধবার দুপুরে হাসপাতাল পরিচালকের কক্ষে এবং বিকেলে হাসপাতালের ডা. পিন্নু ও মুক্তা ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে,  নানা ঘটনা প্রবাহে কর্মবিরতির সমর্থনের অংশ হিসেবে বিক্ষোভ শেষে ইন্টার্ন চিকিৎসকরা  হাসপাতাল পরিচালকের সঙ্গে সাক্ষাত করতে গেলে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিব ও ইন্টার্ন চিকিৎসক শহীদুজ্জামান শহীদ গ্রুপ সেখানে গিয়ে অতর্কিতভাবে তাদের উপর হামলা চালায়। এতে বিক্ষোভে অংশ নেয়া ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখার সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সাহা ও শিক্ষার্থী তারেক রশীদসহ পাঁচজন আহত হন। এদের মধ্যে তারেক রশীদের অবস্থা গুরুতর। বিকেলে একদল ছাত্র মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. পিন্নু ও মুক্তা ছাত্রাবাসের ২০টি কক্ষ ভাঙচুর করে। এ সময় তাদের হামলায় ছাত্রলীগের মেডিক্যাল কলেজ শাখার সহ-সভাপতি এহসানুল আমিন তালুকদার রিনভি ও সাংগঠনিক সম্পাদক তনয় মোস্তাফিজসহ আরো পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে রিনভি ও তনয়কে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় কলেজ ও হাসপাতালে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, পুরো ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
 
বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা. সারওয়ার হোসেন চন্দন ঘটনার জন্য বহিরাগত চিকিৎসক ডা. সৈয়দ মামুনুর রহমান ও গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাকিউল ইসলাম লেলিনকে দায়ী করেছেন।
 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বলেন, ‘মামলা হলে আমরা ব্যবস্থা নিবো। তার আগে আমরা কোনো অ্যাকশনে যাবো না। কারণ, মেডিক্যালের অভ্যন্তরীন সমস্যার সমাধান আমরা করতে পারবো না।’
 
উল্লেখ্য, সোমবার রাতে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার এর প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা। পরে দাবি আদায়ের লক্ষে মঙ্গলবার দুপুরে হাসপাতাল পরিচালক আ স ম বরকতুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top