সেবা ডেস্ক: অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়র রীফের নিকটে মারা গেছেন জাপানি পর্যটক। গ্রেট ব্যারিয়র রীফের নিকটে সাতার কাটার সময় তিনি মারা যান বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। এই নিয়ে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ এই পর্যটন এলাকায় চারজন পর্যটক মারা গেলেন। এই মৃত্যুর কারণে সাগরে সাতার কাটতে নামা পর্যটকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে জানায় বিবিসি।
৭৫ বছর বয়সী জাপানি নারীর লাশ মঙ্গলবার ক্যারিনস থেকে ৪০ কিলোমিটার দূরে উদ্ধার করা হয়। এ সময় তাকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করার পরও বাঁচানো সম্ভব হয়নি বলে জানায় পর্যটন কর্তৃপক্ষ।
গত মাসে এখানেই ফ্রান্সের ৭০ বছর বয়সী দম্পতি এবং ৬০ বছর বয়সী অপর এক ব্রিটিশ ডুবুরি এখানে মারা যান। বিবিসি।