বিরাট কোহলির সেঞ্চুরিতে ভারতের লিড

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  মুম্বাই টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৪০০ রানের ভালোই জবাব দিচ্ছে ভারত। কোহলির সেঞ্চুরিতে ইতোমধ্যে লিড নিয়ে নিয়েছে তারা। বিরাট কোহলির ১৪৭ রানের অনবদ্য ইনিংসে ৪৫১ রান করে ফেলেছে স্বাগতিকরা।
বিরাট টেস্টে চার হাজার রান পূর্ণ করলেন। চলতি বছরে তিনি এক হাজারের বেশি রান করে ফেললেন। এদিন দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি।ভারতের তৃতীয় ওপেনার হিসেবে ওয়াংখেড়েতে টেস্ট সেঞ্চুরি করলেন বিজয়। তাঁর আগে সুনীল গাভাস্কার ও বীরেন্দ্রর সেবাগ ওয়াংখেড়ে টেস্টে সেঞ্চুরি করেছিলেন।
মুম্বাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে বেশ ভালই শুরু করেছিল ভারতীয় দল। লাঞ্চের পরেই আউট বিজয়। রশিদের বলে ১৩৬ রান করে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০০ রানের জবাব ভারত ভালমতোই দিচ্ছে। গতকালের ১ উইকেটে ১৪৬ রান হাতে নিয়ে এ দিন খেলা শুরু করে ভারত শুরুতেই চেতেশ্বর পূজারাকে হারায়। শুক্রবার পূজারা ৪৭ রানে অপরাজিত ছিলেন। এ দিন কোনও রান যোগ না করেই বলের বোলিংয়ের শিকার হন তিনি। কিন্তু এর পর থেকে ভারতের ইনিংসে গতকালের অন্য অপরাজিত ব্যাটসম্যান মুরলি বিজয় ও বিরাট কোহালির ব্যাটে ভর করে এগিয়ে চলেছিল ভারতের ইনিংস।
ওয়াংখেড়ের পাল্টা উইকেটেও দাপট দেখান রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি। দুই স্পিনারের ভেল্কিতে চারশো রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। শুক্রবার পাঁচ উইকেটে ২৮৮ রান হাতে নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। কিন্তু নিয়মিত ব্যবধানে ভারতীয় স্পিনাররা উইকেট তুলে নেয়ায় ৪০০-র বেশি আর এগোতে পারেনি কুক বাহিনী।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top