শিব্বির আহমদ রানা, বাঁশখালী, চট্টগ্রাম: বিজয়
দিবসের প্রথম প্রহরে রাত ১২.১০ মিনিটের সময় চট্টগ্রামের বাঁশখালী থানা
"ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ" ও "দৈনিক ডেসটিনি" এর উদ্যোগে
বাঁশখালী থানা প্রতিনিধি ও সংবাদকর্মী সহ ডেসটিনি ২০০০ লিঃ এর সকলের পক্ষ
থেকে আজ বাঁশখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহীদদের
স্মরণে পুষ্পার্পণ ও গভীর শ্রদ্ধা জানানো হয়।
এতে
উপস্থিত ছিলেন বাঁশখালী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণের
চট্টগ্রাম বিভাগীয় সদস্য ডাঃ ভগীরথ তালুকদার ও বাঁশখালী ডেসটিনি সোস্যাল
মিডিয়া ফোরাম গ্রীণের সদস্য - রঞ্জিত কান্তি দেব দাস, নিউটন দাস, মোঃ
ফোরকান, আবুল কাশেম, জাহেদুল ইসলাম, ডাঃ রাম প্রসাদ তালুকদার, ডাঃ মোঃ
বেলাল, হিরণ দাস, সুভাষ দাস, মাসুদ রানা সহ 'দৈনিক ডেসটিনি' ও
ডিটুকেনিউজডটকম এর বিজ্ঞাপন প্রতিনিধি ও সংবাদ কর্মী শিব্বির আহমদ রানা সহ
প্রমূখ।

