ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন জামালপুর জেলার উদ্যোগে ১৬ই ডিসেম্বর ২০১৬ রোজ শুক্রবার দুপুর ০৩:০০ টার সময় লম্বাগাছ মোড় মৃধাপাড়া রোডে ডিএসএমএফ গ্রীন এর অফিসে, ডেসটিনির এমডি ও চেয়ারম্যান স্যারের নিঃশর্ত মুক্তির দাবীতে, জব্দকৃত সকল ব্যাংক একাউন্ট খুলে দেওয়া ও পুনরায় ডেসটিনির ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দাবীতে গুরুত্বপূর্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. দেলোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম পিএসডি, যুগ্ন আহবায়ক, ডিএসএমএফ গ্রীন ময়মনসিংহ বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু জামাল নাছের, সভাপতি, ডিএসএমএফ গ্রীন, মেলান্দহ উপজেলা ও মো. ওয়ালীউল্লাহ, সভাপতি ডিএসএমএফ গ্রীন সরিষাবাড়ী উপজেলা।
আলোচনা সভায় উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন মুন্জুরুল ইসলাম, মামুন, মনিরুল, রানা, আলমাছ, সরাফত আলী, বাবু, হেলাল, মুজিব প্রমূখ।
মো. মাসুদ রানা, জেলা কো-অর্ডিনেটর, জামালপুর এবং সদস্য ময়মনসিংহ বিভাগ ডিএসএমএফ গ্রীন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মুসলিম উদ্দিন, সভাপতি, ডিএসএমএফ গ্রীন জামালপুর সদর।

