'বিনোদন প্রেমীদের নিরাপত্তার জন্য থানা হচ্ছে হাতিরঝিলে' : আসাদুজ্জামান খান কামাল

Unknown
সেবা ডেস্ক:  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, 'ঘুরতে আসা মানুষের পদচারণায় উৎসবের কেন্দ্র হবে হাতিরঝিল। আর বিনোদন প্রেমী মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এই এলাকায় নতুন থানা হবে। এটির অনুমোদন দেয়া হয়েছে। এখন কাজ চলছে। শিগগিরই এর উদ্বোধন করা হবে।' 
 
শুক্রবার দুপুরে রাজধানীর হাতিরঝিলে (মেরুল বাড্ডা অংশে) ওয়াটার ট্যাক্সি সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
 
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, হাতিরঝিল প্রকল্পের উপ-পরিচালক মেজর জেনারেল মো. শাকিল উপস্থিত ছিলেন।
 
এর আগে আজ প্রথম প্রহরে বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top