ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুগ্রুপের সংঘর্ষ, আহত ৬

Unknown
সেবা ডেস্ক:  ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। 
 
শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলে এ ঘটনা ঘটে।  
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজয় দিবস উপলক্ষে প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের মধ্যে টোকেনের মাধ্যমে খাবারের ব্যবস্থা করা হয়। লাইনের মাধ্যমে খাবার বিতরণ করেন সভাপতি গ্রুপের সমর্থক সাদ্দাম হল শাখার কর্মীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ বন্ধ করতে সেক্রেটারি গ্রুপের সাদ্দাম হলের সহসভাপতি নওশাদ প্রভোস্ট প্রফেসর ড. আশরাফুল আলম ও সভাপতি গ্রুপের কর্মীদের চাপ প্রয়োগ করতে থাকে। তাদের কথায় কর্ণপাত না করলে নওশদ তার কর্মীদেরকে নিয়ে ছাত্রলীগের সভাপতি গ্রুপের কর্মীদের ওপর হামলা চালায়।  হামলায় ছয়জন আহত হন।
 
প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ছাত্রলীগের ভুল বুঝাবুঝিতে এমন ঘটনা ঘটছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top