পুতিন মার্কিন নির্বাচন হ্যাকিংয়ে নিজেই জড়িত!

Unknown
সেবা ডেস্ক:  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণার তথ্য হ্যাকিংয়ে জড়িত ছিলেন বলে বিশ্বাস মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের। নির্বাচনে তিনি হিলারি ক্লিনটনের বিপক্ষে অবস্থান নেন। বুধবার রাতে এনবিসি নিউজ এই তথ্য জানায়। 
 
মার্কিন টেলিভিশন চ্যানেলটি সিনিয়র দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আরো জানায়, পুতিন কিভাবে মার্কিন ডেমোক্র্যাটদের গোপন তথ্য ফাঁস করা যায় বা অন্যভাবে কিভাবে এই তথ্যগুলো ব্যবহার করা যায় তার নির্দেশনা দেন।
 
ঐ কর্মকর্তারা এনবিসিকে জানিয়েছেন, নতুন এই অনুমানের ব্যাপারে তারা ‘অত্যন্ত আত্মবিশ্বাসী।’
গত সপ্তাহের শেষের দিকে ওয়াশিংটন পোস্ট জানায়, সিআইএর ধারণা যে রাশিয়া নির্বাচনের ফলাফল রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অনুকূলে আনার জন্য মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ই-মেইল হ্যাক করেছে। হিলারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০১১ সালে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন। এজন্য পুতিন কখনোই হিলারিকে ক্ষমা করেননি বলে ধারণা করা হয়। 
 
এছাড়াও পুতিন রাশিয়ায় তার বিরুদ্ধে রাজপথে বিক্ষোভে উৎসাহ দেয়ার জন্য হিলারিকে দায়ী করেন।
গোয়েন্দা কর্মকর্তারা এনবিসিকে জানান, হিলারির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য তাকে নির্বাচনে পরাজিত করতেই পুতিন হ্যাক করতে শুরু করেন। খবর: এএফপি। 
 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top