জনপ্রশাসন সচিবসহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হাইকোর্টের

Unknown
সেবা ডেস্ক:  রাজস্ব খাতে চাকরি নিয়মিতকরণে রায় বাস্তবায়ন না করায় জনপ্রশাসন সচিব ড. নাসের চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। রুলে আদালত অবমাননার দায়ে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
 
বৃহস্পতিবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
 
এক রিট মামলায় হাইকোর্ট স্টাফ বাস কর্মসূচি ও মহিলা কারিগর প্রশিক্ষণ কেন্দ্রের ১৩৪ জন কর্মচারীকে অবিলম্বে কর্মচারী কল্যাণবোর্ডের আওতায় রাজস্ব খাতে চাকরি নিয়মিতকরণের নির্দেশ প্রদান করে। কিন্তু হাইকোর্টের এ রায় বাস্তবায়ন না করায় রিটকারিরা আদালত অবমাননার মামলা করেছেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top