মার্সেল প্রথম বিভাগ দাবার পুরস্কার বিতরণী

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  ‘মার্সেল প্রথম বিভাগ দাবার জয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হলো। শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন (স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার), এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে.এম শহিদউল্যা, সহ-সভাপতি, বাংলাদেশ দাবা ফেডারেশন।  সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজী সাইফুল তারেক, সহ-সভাপতি, বাংলাদেশ দাবা ফেডারেশন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমসহ অন্যান্যরা।
লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে একসেস চেস ক্লাব। একসেস চেস ক্লাব ৮ খেলায় ১৫ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। শেখ রাসেল চেস ক্লাব ১৩ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। আর হাসান মেমোরিয়াল ১২ পয়েন্ট অর্জন করে তৃতীয় হয়।
বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা কক্ষে অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় একসেস চেস ক্লাব ৪-০ পয়েন্টে মহাখালী প্রদীপ সংঘকে পরাজিত করে। একসেস চেস ক্লাবের পক্ষে এবারের দাবা লিগে অংশগ্রহণ করেন ভারতীয় খেলোয়াড় সুজিৎ পল, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, সাইফুল ইসলাম চৌধুরী, ভারতীয় অনুসতোপ বিশ্বাস, দেওয়ান শহিদুল আমিন টিপু ও আসাদুল হক।
শেষ রাউন্ডে শেখ রাসেল চেস ক্লাব ৩-১ পয়েন্টে হাসান মেমোরিয়াল চেস ক্লাবকে পরাজিত করে। শেখ রাসেল চেস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন মো. আবজিদ রহমান, মো. মাসুম হোসেন, শওকত হোসেন পল্লব, মো. জামাল উদ্দিন, নাইম হক এবং সজল মাহমুদ।
হাসান মেমোরিয়াল ১২ পয়েন্ট অর্জন করে তৃতীয় হয়। হাসান মেমোরিয়ালের পক্ষে অংশ নেন মনিরুজ্জামান মনি, আফজাল হোসেন সাচ্চু, আনিচুজ্জামান জুয়েল, মো. শওকত বিন ওসমান শাওন, মো. শরীয়তউল্লাহ ও শাহজাহান কবীর। অন্যান্য স্থান গুলো হলোঃ চতুর্থঃ বসির মেমোরিয়াল চেস ক্লাব পয়েন্ট-৮, পঞ্চম-অগ্রণী ব্যাংক দাবা দল পয়েন্ট-৭, ষষ্ঠ- মীর চেস ক্লাব (পয়েন্ট-৭), সপ্তম- মহাখালী প্রদীপ সংঘ (পয়েন্ট-৫), অষ্টম- দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ (পয়েন্ট-৩) এবং নবম- ক্যাসপারভ চেস ক্লাব (পয়েন্ট-২)।
চ্যাম্পিয়ন একসেস চেস ক্লাব ও রানার্স-আপ শেখ রাসেল চেস ক্লাব আগামী ২০১৭ সালের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top