সেবা ডেস্ক: ‘ভারত-পাকিস্তান যুদ্ধ-১৯৭১ ও বাংলাদেশ স্বাধীনতা স্মারক’ সভায় অতিথি হিসেবে অংশগ্রহণ করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম নয়াদিল্লী গেছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারত সরকার ও ইন্ডিয়ান ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ভারত সরকারের আমন্ত্রণে মন্ত্রী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ১৬ ডিসেম্বর মায়া চৌধুরী এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এ সময় মন্ত্রী মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বাংলাদেশের তৎকালীন অবস্থা তুলে ধরবেন।
নেহেরু মেমোরিয়াল মিউজিয়ামে অনুষ্ঠিত সভায় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ভারতীয় পার্লামেন্টের সাবেক স্পিকার শ্রীমতি মীরা কুমার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, মায়া চৌধুরী স্বাধীনতা যুদ্ধকালে ভারতের আগরতলায় যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ২ নম্বর সেক্টরের অধীনে ঢাকায় গেরিলা যোদ্ধা ছিলেন। তিনি ছিলেন ক্র্যাক প্লাটুনের কমান্ডার।