সেবা ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিতে আসা দলটির নেত্রী ও র্মিজা আব্বাসের স্ত্রী আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে ধানের শীষে ভোট চাইলেন। এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র আইভীও পাল্টা আফরোজা আব্বাসের কাছে নৌকা প্রতীকে ভোট চাইলেন।
বৃহস্পতিবার সকালে পারস্পরিক এই ভোট চাওয়ার বিষয়টি উপভোগ করেন সাধারণ জনতা। তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।
জানা গেছে, গতকাল সকালে বিএনপি র্প্রাথী সাখাওয়াতের পক্ষে প্রচারে অংশ নিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আসেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। প্রথমেই নারায়নগঞ্জ এসে আফরোজা আব্বাস যান আইভীর বাসায়। কিন্তু সেখানে তাকে না পেয়ে কিছুক্ষণ পর চলে আসেন। পরে বিকালে গণসংযোগকালে সাক্ষাৎ হয়ে যায় আইভীর সঙ্গে। আইভী এ সময় গাড়িতে ছিলেন। আফরোজা আব্বাস এগিয়ে গেলে তিনি গাড়ির গ্লাস নামিয়ে কুশলাদি বিনিময় করেন। এ সময় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে আইভীর হাতে লিফলেট ধরিয়ে দেন আফরোজা। তাৎক্ষণিকভাবে উল্টো নৌকা প্রতীকে ভোট চান আইভী এবং আফরোজাকেও নৌকার পক্ষে প্রচার চালাতে অনুরোধ করেন। এ সময় হাসিমুখে দুজনের মধ্যে হালকা কথাবার্তাও হয়। তবে দুজনের গণসংযোগের তাড়া থাকায় এই সাক্ষাৎপর্ব বেশিক্ষণ স্থায়ী হয়নি।