যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার

Unknown
সেবা ডেস্ক:  যশোরের নতুন উপশহরের একটি বাড়িতে এক চীনা নাগরিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের নাম চাংহিং সং (৪৫)। এ ঘটনায় ওই চীনা নাগরিকের দোভাষী কাম পিএস নাজমুল হাসান পারভেজ ও তার ভাইয়ের ছেলে মুক্তাদির চৌধুরী রাজু পুলিশকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
 
বুধবার রাতে উপশহরের জেল রোডের ভাড়া বাসায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। বেলা সাড়ে ১১টায় তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শস্যা জেনারের হাসপাতালে পাঠানো হয়েছে।
 
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, চাংহিং ইজিবাইকের ব্যাটারি চীন থেকে বিক্রি করতেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ইজি বাইক ব্যবসার টাকার লোভে চাংহিংকে হত্যা করা হয়েছে। 
 
তিনি আরো জানান, বাড়িটি র‌্যাব, পুলিশ, ডিবি ও সিবিআই অবস্থান নিয়ে ঘেরাও করে রেখেছে।
 
জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির বলেন, ‘এরই মধ্যে নিহতের স্ত্রী প্রমালাং যশোরে এসে পৌঁছেছেন। তিনি যেভাবে লাশ নিতে চান সেভাবেই আমরা পাঠাবো।’ এ সময় এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে তিনি মন্তব্য করেন।
 
ডিসি ও এসপিসহ খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) একরামুল হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top