সেবা ডেস্ক: ফিক্সিং কেলেঙ্কারিতে শাস্তি পাওয়া সালমান বাটকে আবারো জাতীয় দলে সুযোগ দেয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের সাবেক কোচ ও অধিনায়খ ওয়াকার ইউনুস। সালমান বাটের সাম্প্রতিক ঘরোয়া ফর্মকে বিবেচনায় এনে তিনি এ মন্তব্য করেন।
২০১০ সালে লর্ডস কেলেঙ্কারিতে সাজা পাওয়া মোহাম্মদ আমির পাকিস্তানের জাতীয় দলে ফিরলেও অপেক্ষায় সালমান বাট ও মোহাম্মদ আসিফ।
সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে ওয়াপদাকে জেতাতে নেতৃত্ব দিয়েছেন বাট। তারপরও সাবেক অধিনায়ককে জাতীয় দলে ফেরানোর কোনও সম্ভাবনা দেখাচ্ছেন না নির্বাচকরা।
তবে ওয়াকার ইউনুসের বিশ্বাস- জাতীয় দলের হয়ে আবারও খেলার মতো যোগ্য হয়ে উঠছেন বাট।
তিনি বলেন, ‘সে সত্যিই ভালো খেলছে। আর শাস্তি ভোগ করেছে সে। আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকেই আবার ফেরার দাবি রাখে।’ নানা মানুষের নানা মত থাকলেও বাটকে ফেরানো উচিত মনে করেন ওয়াকার। ক্রিকইনফো
