সেবা ডেস্ক: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপির যৌক্তিক দাবি মেনে নেয়া হবে না। যেটা যৌক্তিক এবং সাংবিধানিক রাষ্ট্রপতি সেটাই করবেন। সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
গোপালগঞ্জের কাশিয়ানী মুক্ত দিবস উপলক্ষে সোমবার বিকেলে ভাটিয়াপাড়া রেলওয়ে কিন্ডার গর্ডেন স্কুল মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছেন। তারপরেই তিনি নির্বাচন কমিশন গঠন করবেন।
মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মধ্যবর্তী নির্বাচনের পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়নি। সুতরাং এখন মধ্যবর্তী নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। ২০১৯ সালের জানুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি ইসমত কাদির গামা, সাংগঠনিক সম্পাদক এসএম মুজিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাববুব আলী খান, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন, মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, মুন্সি আজিজুর রহমান, মুক্তিযোদ্ধা মহসীন আলী প্রমুখ।
